ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

নির্বাচন করবেন অমিত হাসান

  আসিফ আলম

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৩:১৯  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮

নির্বাচন করবেন অমিত হাসান

শিরোনামটি শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। কেননা যার কথা শিরোনামে বলা হয়েছে তাকে সবাই চলচ্চিত্রের নায়ক ও খলনায়ক হিসেবেই চেনেন। তাহলে হুট করেই কিভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন, প্রশ্ন জাগার কথা। নির্বাচনে অংশ নিবেন ঠিকই তবে কোন জাতীয় পর্যায়ের নির্বাচনে নয় বরং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন অভিনেতা অমিত হাসান।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে অমিত হাসান বলেন, ‘আমি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করব। তবে সভাপতি, না সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করব তা এখনই ঠিক বলতে পারছি না। বিষয়টি নিয়ে আমি শাকিব খান, ওমর সানীসহ আমার কাছের মানুষগুলোর সঙ্গে কথা বলে পদ নির্ধারণ করব।’

আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াবো উল্লেখ করে অমিত হাসান বলেন, ‘শাকিবের সাথে আমি খুব তাড়াতাড়ি বসবো। শাকিব যদি সভাপতি পদে দাঁড়ায় তাহলে আমি সাধারণ সম্পাদক হিসেবে দাঁড়াবো। আমি গত নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম। তখনই আমার সভাপতি হিসেবে নির্বাচন করার কথা ছিল। কিন্তু বন্ধু ওমর সানীর অনুরোধে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলাম। এবার যদি শাকিব প্রেসিডেন্ট পদে না দাঁড়ায় তাহলে আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াবো।’

অমিত আরো বলেন, ‘আমি এর আগে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে কাজ করেছি। সাধারণ শিল্পীরা জানেন, আমি সমিতিকে কতটা ভালোবাসি। তাছাড়া আমি মনে করি, শিল্পীদের হয়ে কাজ করার জন্য সমিতিতে পদ প্রয়োজন হয়।’

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মিশা সওদার ও জায়েদ খানের প্যানেল বিজয়ী হয়। আগামী বছর মে মাসে সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত