ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

উর্মিলার ‘অ্যাপস ২০১৫’

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৯, ১৪:২৭  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০১৯, ১৪:৫৯

উর্মিলার ‘অ্যাপস ২০১৫’

জন্ম, মৃত্যু, বিয়ের মত সত্য, পাপ, পূন্য এই তিনটিও মানব জীবনে চির সত্য। মানবের পাপ পূন্যের কর্মের উপর ভিত্তি করে ধাবিত হয় মানব জনম। লোভ ও ক্ষোভ এই দুটি রিপু মানুষের মনে বাসনা ও কামনা জাগ্রত করে। সেই অতি কামনা ও বাসনা চরিতার্থে মানুষ পশুত্বে রুপ নেয়। লোপ পায় বিবেক ও মননশীলতার। ভুলে যায় সকল মানবতা।

কিন্তু মানব জীবনের কিছু মূহুর্ত আমার, তার ও আমি'র দ্বারপ্রান্তে এসে স্থির হয় আর মনে করিয়ে দেয়, দেখিয়ে দেয় অতীত কর্মের আয়না। সেই আয়নায় নিজের নোংরা অতীত দেখে অনেকে আৎকে ওঠে এবং যে কোন উপায়ে মুছে ফেলতে চায় সেই নোংরা অধ্যায় কিন্তু তখন আর উপায় থাকে না। এমনই এক উপলব্ধীমূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক অ্যাপস ২০১৫

আহসান হাবীব সকালের রচনা ও পলিচালক কাজী সাইফ আহমেদ পরিচালনায় এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ উর্মিলা শ্রাবন্তী কর, এসএন জনি,স্বর্না,অর্নব অন্তূ, আশরাফুল আলম সোহাগ ও শিশু শিল্পী জুঁই প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা, গেছে নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত