ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

তিনবার নাম বদলের পর মহরত

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৬:১০  
আপডেট :
 ২৫ মার্চ ২০১৯, ১৬:২৩

তিনবার নাম বদলের পর মহরত

অনুষ্ঠিত হয়ে গেল নায়ক রোশান ও ঢাকাই চলচ্চিত্রের নবাগতা নায়িকা অধরা খান জুটির প্রথম ছবি ‘ড্রিমগার্ল’ ছবির মহরত। রোববার রাতে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি পরিচালনা করবেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান।

নতুন এই জুটির ছবিটির শুটিং তথা মহরত হওয়ার আগে তিনবার নাম পরিবর্তন করা হয়। প্রথম নায়িকা অধরা খানকে নিয়ে সাইনিং করানোর সময় নির্মাতা গণমাধ্যমকে জানান ছবির নাম ‘ড্রিমগার্ল’। পরবর্তীতে আবার নায়ক রোশনের চুক্তিবদ্ধ করানোর সময় জানানো হয় ছবির নাম ‘সুন্দরীতমা’। সে অনুযায়ী তখন সংবাদ মাধ্যমে সংবাদও প্রকাশ হয়। কিন্তু হুট করেই গতকাল মহরতে দেখা গেলো আবার ‘ড্রিমগার্ল’ শিরোনামে ছবির ব্যানার। আর এনিয়েই বিভ্রান্তিতে পড়েন অনেক গণমাধ্যমকর্মী।

শুটিং শুরু আগেই বার বার এভাবে নামের পরিবর্তনে সাধারণ পাঠক বিভ্রান্তিতে পড়ছে বলে মনে করছেন অনেকেই। বিষয়টি নিয়ে ছবির নির্মাতার সাথে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে গত কালের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেণ্য নির্মাতা ও চিত্রনাট্যকার দেলোয়ার জাহান ঝন্টু বলেন,‘ছবির নামটি আমার কাছে পছন্দ হয়নি। আমাদের বাংলা ভাষা কত সমৃদ্ধ এবং সুন্দর। এই ভাষায় কোনো নাম হলে ভালো লাগতো। যেমন হতে পারে ‘স্বপ্নকন্যা’।’

তিনি আরো বলেন, ‘আমি কেবল আমার পছন্দের দিকটা বললাম। তবে নির্মাতা ও শিল্পীদের যদি এই নাম পছন্দ হয়, তারা রাখতেই পারেন। সিনেমাটির জন্য আমার শুভকামনা থাকলো।’

নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে বাংলাদেশ জার্নালের সাথে ছবির নায়িকা অধরা খানের কথা হলে তিনি বলেন, ‘‘আসলে আমি নিজেও জানিনা বার বার কেন নাম পরিবর্তন করা হয়েছে। আমি যতটুকু জানতাম ‘ড্রিমগার্ল’ ও ‘সুন্দরীতমা’ দুটি আলাদা ছবি। কিন্তু পরে কিভাবে কি হয়েছে তা আমি জানিনা। বিষয়টি নিয়ে আমিও কনফিউসড।’’

‘ড্রিমগার্ল’ প্রযোজনা করছে এসএস সিনেমা। চলতি বছর জুন মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশের মনোরম সব লোকেশনের পাশাপাশি ‘ড্রিম গার্ল’র দৃশ্যায়ন হবে থাইল্যান্ডেও।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত