ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভূমিকম্পে বিদ্যুৎবিহীন ৩০ লাখ মানুষ, রাস্তায় ঘুমাচ্ছে অনেকে

ভূমিকম্পে বিদ্যুৎবিহীন ৩০ লাখ মানুষ, রাস্তায় ঘুমাচ্ছে অনেকে

ভয়াবহ ভূমিকম্পের পর বিদ্যুৎবিহীন অবস্থায় দিনযাপন করছে ক্যারাবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকোর অর্ধেকের বেশি মানুষ। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে সেখানকার হাজার হাজার মানুষ। এছাড়া ফের ভূমিকম্পের আশঙ্কায় ঘরে ফেরননি আতঙ্কিত বহু মানুষ। তারাও বুধবার ঘরের বাইরেই রাত কাটিয়েছে বলে জানাচ্ছে রয়টার্স।

মঙ্গলবার সকালে পুয়ের্তো রিকোতে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। পরে আরো একাধিকবার ভূকম্পন অনুভূত হয় এই ক্যারাবিয়ান দ্বীপটিতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, গত ১০২ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঘটনা। এতে কমপক্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পে ভেঙে পড়েছে আরো ৩ শতাধিক ঘরবাড়ি।

ভয়াবহ ওই ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ভূমিকেম্পর কারণে দেশটির বিদ্যু ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে বিদ্যুবিহীন অবস্থায় দিনযাপন করছেন দেশটির ৩০ লাখ মানুষ। এটি পুয়ের্তো রিকোর অর্ধেক জনগোষ্ঠী। দেশটির মোট জনসংখ্যা এর দ্বিগুণ বা ৬০ লাখ।

রয়টার্স বলছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপদেশটির দক্ষিণাঞ্চল। ওই অঞ্চলের ইয়াওকো, গুয়ানিকা ও গুয়ায়ানিল্লা শহরের বহু বাড়ি বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিলো ৬ দশমিক ৪ মাত্রার এবং ৫ দশমিক ৬। এরপর সেখানে ছোট ছোট আরো অনেকগুলো ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের একদিন পরও সেখানকার লোকজনের আতঙ্ক কাটেনি। ফলে আরো ভূমিকম্পের আশঙ্কায় বুধবার রাতে ঘরের বাইরে রাত কাটিয়েছে হাজার হাজার মানুষ।

এদেরই একজন জোসেফাইন পাচেকো। তিনি রয়টার্সকে নিজের ভূমিকম্পের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন,‘ভয়াবহ, ভয়াবহ, ভয়াবহ! ওহ কী যে ভয়ঙ্কর! আমাদের মাথার ওপর ভেঙে পড়েছিল সবকিছু। আমাদের চোখের সামনেই ভেঙে মাটিতে গুঁড়িয়ে পড়েছিলো অসংখ্য ঘরবাড়ি। আমরা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না।’

আরো পড়তে পারেন: শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত