ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

ইরানের শক্তির উৎস দেশের জনগণ বললেন রুহানি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ০২:৫৮

ইরানের শক্তির উৎস দেশের জনগণ বললেন রুহানি

ইরানের শক্তির সত্যিকারের উৎস হলো এদেশের জনগণ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার তেহরানে মন্ত্রিসভার সপ্তাহিক বৈঠকে তিনি এ কথা বলেন। ইরানের গণমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, জনগণের অংশগ্রহণ, প্রতিরোধ, আত্মত্যাগ এবং ঐক্যের চেয়ে বড় কোনো শক্তি আর নেই। তাই তৃণমূল পর্যায়ের মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, যখন আমরা কোনো সমস্যা মোকাবেলা করি তখন জনগণের অংশগ্রহণ এবং সম্মতির ভিত্তিতে সে সমস্যার সমাধানের চেষ্টা করি। শত্রুরা ইরানের নিরাপত্তা, সামরিক কিংবা অর্থনৈতিক শক্তিকে ভয় পায় না বরং তারা ইরানের জনগণ এবং এর সাংস্কৃতিক শক্তিকে ভয় পায়।

মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি আগামী একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ইরানে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কেও কথা বলেন। ইরানের সংসদ নির্বাচনে তিনি সমস্ত ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার চায় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত