ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ভারতীয় বিমানে উহান থেকে দিল্লিতে ২৩ বাংলাদেশি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪১  
আপডেট :
 ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬

ভারতীয় বিমানে উহান থেকে দিল্লিতে ২৩ বাংলাদেশি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কোভিড-১৯) এর কেন্দ্রবিন্দু চীনের উহান থেকে বিশেষ ফ্লাইটে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। তাদের সঙ্গে দিল্লিতে ফিরেছেন ২৩ বাংলাদেশিও।

বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য উল্লেখ করা করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর আজ দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাঁদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) রাখা হবে।

ইন্ডিয়া টুডে এক খবরে জানিয়েছে, চীনে ১৫ টন জরুরি মেডিকেল সরঞ্জাম পৌঁছে দিয়ে উহান থেকে ভারতীয় বিমানবাহিনীর বিমানটিতে ৭৬ জন ভারতীয় এবং ৩৬ জন বিদেশিকে ফিরিয়ে এনেছে ভারত।

এর আগে, চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনাভাইরাসের উৎস চীনের উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন। এরপরও যারা আটকা ছিলেন তাদের ফিরিয়ে আনতে তৎপর ছিল ভারত। কিন্তু চীনের অনুমতি না পাওয়ায় তাদের ফিরিয়ে আনতে পারছিল না দিল্লি। অবশেষে অনুদান বহনকারী বিমানে কয়েকটি দেশের ৩৬ নাগরিক এবং নিজেদের ৭৬ নাগরিককে ফিরিয়ে আনল ভারত।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত