ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ফ্রান্সে একদিনে ৮৩৩ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ০৫:০৭

ফ্রান্সে একদিনে ৮৩৩ জনের মৃত্যু

করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৮৩৩ জন। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯১১ জনে।

সোমবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ওলিভার ভেরান এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এখনও এই মহামারির উর্ধ্বক্রমের শেষ চূড়ায় পৌঁছাইনি। বহু পথ পাড়ি দিতে হবে। ঘোষিত পরিসংখ্যানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।

নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাড়িতে থেকে (ভাইরাস) আটকে ফেলার প্রচেষ্টা অব্যাহত রাখুন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এশিয়ার বাইরে করোনায় প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় ফ্রান্সে। ভাইরাসটির বিস্তার রোধে গত ১৭ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। এরপরও সেখানে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন পর্যন্ত বিশ্বের ২০০ দেশে ছড়িয়েছে। নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার এবং মারা গেছেন প্রায় ৭৪ হাজার মানুষ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ লাখ ৭৬ হাজার জন।

  • সর্বশেষ
  • পঠিত