ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ইংল্যান্ডে একদিনে আরও ৭৫৮ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ২১:৪৩

ইংল্যান্ডে একদিনে আরও ৭৫৮ জনের মৃত্যু

করোনা ভাইরাসে ইংল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৫৬৫৫ জনে।

মঙ্গলবার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ তথ্য জানায়।

তথ্য মতে, নতুন করে মৃতদের মধ্যে লন্ডনের বাসিন্দা ২২৪ জন। এছাড়া স্কটল্যান্ডের ২৯৬ ও ওয়েলসের ২১২ জন রয়েছেন। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত মোট মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ৮৯৭।

ওয়েলসের পাবলিক হেলথ জানিয়েছে, সরকারি হিসেব অনুসারে প্রকাশিত মৃতের সংখ্যার চেয়ে করোনায় আক্রান্ত প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এদিকে ইংল্যান্ডে প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা আক্রান্ত হওয়ার পর স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি ঘটায় বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

সেন্ট্রাল লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাধীন ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে ১০ নং ডাউনিং স্ট্রিট। তবে তাকে ভেন্টিলেটর দেয়া হয়নি বলে জানানো হয়েছে। দেশটির এই সঙ্কটে প্রধানমন্ত্রীর কিছু দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব পালন করছেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত