ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

করোনা সঙ্কটের মধ্যেই ইয়েমেনে সৌদির বিমান হামলা

করোনা সঙ্কটের মধ্যেই ইয়েমেনে সৌদির বিমান হামলা

বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস মহামারির মধ্যেও ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

ইয়েমেনের সেনাবাহিনী বলছে, সৌদি জোট গত এক সপ্তাহে দেশটির ওপর প্রায় ৩০০ বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ সৌদি জোট দৈনিক গড়ে ৪২ বারের বেশি বিমান হামলা চালিয়েছে আরব বিশ্বের দরিদ্র এ দেশটির ওপর।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও জানান, বায়দা, মারিব এবং সানা'সহ দেশটির কয়েকটি প্রদেশের ওপর চালানো এসব বিমান হামলায় বহু বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছেন। যদিও তিনি নিহতদের কোনও সংখ্যা উল্লেখ করেননি।

তবে সৌদি জোটের এসব হামলার পাল্টা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইয়েমেনের ওই সামরিক নেতা।

সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের কিছু মিত্র দেশের মিলিত সামরিক জোটটি ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা সত্ত্বেও সেখানে হামলা বন্ধ করেনি রিয়াদ। এসব হামলার জবাবে সৌদিতে মাঝেমধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত বছরের মাঝামাঝিতে সৌদি আরবের দুটি তেল শোধনাগারের ড্রোন হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত