ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নাইজেরিয়ার উত্তর-পূর্ব কাতসিনা রাজ্য

একাধিক গ্রামে বর্বরোচিত হামলা চালিয়ে ত্রাণ লুট, নিহত ৪৭

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২০, ১৬:০১

একাধিক গ্রামে বর্বরোচিত হামলা চালিয়ে ত্রাণ লুট, নিহত ৪৭

ভয়ঙ্কর করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের দেয়ার জন্য ত্রাণ লুট করতে আসা দস্যুদের হামলায় অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পূর্ব কাতসিনা রাজ্যে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নাইজেরিয়ার রাষ্ট্রপতি ও স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব নাইজেরিয়ার ক্যাটসিনা রাজ্যে কয়েকটি গ্রামে সশস্ত্র ডাকাত হামলায় সাতচল্লিশ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি স্থানীয় পুলিশের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এই হামলাটি একই সঙ্গে করা হয়েছিল। দতসেনমা, ডানমুসা ও সাফানা জেলায় এই হামলা হয়েছে।

ক্যাটসিনা রাজ্যের পুলিশের মুখপাত্র গ্যাম্বো ইসাহ জানিয়েছেন, শনিবার সকালে কাটসিনা শহরে মোটরসাইকেলের লোকজন তিন সম্প্রদায়ের বিরুদ্ধে একযোগে আক্রমণ চালিয়েছিল। এসময় ৪৭ জন নিহত হয়।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত