ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

সৌদিতে আক্রান্ত ৪৬ হাজারের বেশি মানুষ

সৌদিতে আক্রান্ত ৪৬ হাজারের বেশি মানুষ

সৌদি আরবে গত বৃহস্পতিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৯ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮৬৯ জন।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১০ জন। এ নিয়ে সেখানে করোনায় মোট ২৮৩ জন মারা গেল। আর একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৪২৯ জন। দেশটিতে করোনা থেকে মোট সুস্থ হওয়ার সংখ্যা হচ্ছে ১৯ হাজার ৫১ জন। দেশটিতে এখনও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে ১৫৬ জনের অবস্থা গুরুতর।

সৌদিতে এবারই প্রথম একদিনে দুই সহস্রাধিক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো। নতুন আক্রান্তদের মধ্যে ৪১ শতাংশ সৌদি নাগরিক, বাকি ৫৯ শতাংশই প্রবাসী।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে সর্বাধিক করোনা আক্রান্ত হয়েছেন বন্দরনগরী জেদ্দার বাসিন্দারা, ৪৮২ জন। এছাড়া রিয়াদে ৪৭৮ জন, মক্কায় ৩৫৬ জন, মদিনায় ২৪৭ জন, হুফুফে ৯৩ জন, দাম্মামে ৯৩ জন, তাইফে ৬৮ জন, ইয়ানবুতে ২৭ জন, কাতিফে ২১ জন, ছারইবানে ১৩ জন, মাহাইল আসিরে ১১ জন, সাফওয়ায় ১১ জন, দিরিয়াহ ১১ জন, কুনফুথায় ১০ জন, ছাদিকে ১০ জন, খোবারে ৯ জন, ওয়াদি আদাওসিরে ৮ জন, বেইশে ৭ জন, বিশাহে ৬ জন, কারাহতে ৬ জন, আল মুযাইলিফে ৬ জন, আল রেইনে ৬ জন, জুবাইলে ৫ জন, রাস তাননুরায় ৫ জন, আল জাফরে ৪ জন, ওয়াদি আল ফারাহায় ৪ জন, খামিস মুশাইতে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনা সংক্রমণ রোধে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতেও দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ করার সিদ্ধান্ত নিয়ে সৌদি আরব সরকার।

গত মঙ্গলবার (১২ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরবজুড়ে আগামী ২৩ মে থেকে শুরু হবে কারফিউ, চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত