ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

করোনায় বিশ্ব অর্থনীতিতে ক্ষতির সম্ভাবনা ৮.৮ ট্রিলিয়ন ডলার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২০, ১৭:৫৮  
আপডেট :
 ১৫ মে ২০২০, ১৮:২০

করোনায় বিশ্ব অর্থনীতিতে ক্ষতির সম্ভাবনা ৮.৮ ট্রিলিয়ন ডলার

করোনায় বিশ্ব অর্থনীতিতে ক্ষতি হতে পারে ৫.৮ থেকে ৮.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিবিসি ও বিজনেস লাইন এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ‘পটেনশিয়াল ইকোনমিক ইমপ্যাক্ট অব কোভিড–১৯’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই ক্ষতি বৈশ্বিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৬ দশমিক ৪ শতাংশ থেকে ৯ দশমিক ৭ শতাংশ। এপ্রিলে ‘বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস’ প্রতিবেদনে সংস্থাটি এর অর্ধেক ক্ষতির আশঙ্কা করেছিলো।

এডিবির মতে, দক্ষিণ এশিয়ার জিডিপিতে ক্ষতি হবে ১৪ হাজার ২০০ কোটি থেকে ২১ হাজার ৮০০ কোটি ডলারের মতো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধের কারণে সার্বিকভাবে এবার দক্ষিণ এশিয়ার জিডিপি ৩ দশমিক ৯ শতাংশ থেকে ৬ শতাংশ কমবে।

করোনার উৎপত্তিস্থল চীনের অর্থনৈতিক ক্ষতি হবে ১ দশমিক ১ ট্রিলিয়ন থেকে ১ দশমিক ৬ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি থেকে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষতি হবে ১ দশমিক ৭ ট্রিলিয়ন থেকে ২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

এডিবির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুয়াকি সাওয়াদা বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে নীতিমহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত