ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফ্লয়েড হত্যা: ভেঙে দেয়া হচ্ছে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ

ফ্লয়েড হত্যা: ভেঙে দেয়া হচ্ছে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ

যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভের জের ধরে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ বিভাগকে ভেঙ্গে নতুন করে গড়ার পরিকল্পনা করছেন সিটি কাউন্সিলের সদস্যরা। স্থানীয় কাউন্সিলের তেরজন সদস্যের মধ্যে নয়জনই শহরে জননিরাপত্তার একটি নতুন মডেলের কথা বলেছেন।

কাউন্সিলর প্রেসিডেন্ট লিসা বেন্ডার জানান, ‘মিনিয়াপোলিস পুলিশ বিভাগ আমরা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষের সুরক্ষার স্বার্থে আমরা নতুন ভাবে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলব, যাতে এখানকার মানুষ সত্যিই নিরাপদে থাকেন।’

তবে এখনই সেই পুলিশ বিভাগ ভাঙা হচ্ছে না। কী উপায়ে সেটা করা হবে তা নিয়ে আলোচনা চলছে। অঞ্চলে একেবারেই পুলিশি ব্যবস্থা থাকবে না সেটা হতে পারে না, যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘সামাজিক স্বার্থে বিকল্প কোনও গণনিরাপত্তা ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছি, যা আমাদের সমাজের নিরাপত্তা সুরক্ষিত করবে।’

একই কথা টুইটারে জানান কাউন্সিল মেম্বার এলন্দ্রা কানো। তিনি বলেন, ‘মিনিয়াপোলিস সিটি কাউন্সিলে পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভাবে গৃহীত হয়েছে। আমরা মনে করি নাগরিক নিরাপত্তার স্বার্থে আমাদের বর্তমান পুলিশ বিভাগ ভেঙে তা নতুন করে গড়া প্রয়োজন।’

তবে মিনিয়াপোলিস সিটি মেয়র জ্যাকব ফ্রে এ উদ্যোগের বিরোধিতা করেছেন। তিনি পুলিশ বিভাগ বিলুপ্তি সমর্থন করেন না। এ বক্তব্যের জন্য বিক্ষোভকারীরা তার তীব্র নিন্দা করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক রাজ্যে বিক্ষোভে অংশগ্রহনকারীদের একাংশ পুলিশের বেতন বন্ধ করার দাবিও তুলেছে।

নিউইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, তার প্রশাসন পুলিশ বিভাগ থেকে একটি অনির্দিষ্ট পরিমাণ অর্থায়ন ‘যুব উদ্যোগ এবং সামাজিক সেবার জন্য’সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত