ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধের অবসান হবে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৬

ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধের অবসান হবে

ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধের অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার বাইডেনের উপদেষ্টা টনি ব্লিনকেন কৃষি বাণিজ্য নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন। খবর আলজাজিরার।

আমেরিকান চেম্বারের ভার্চুয়াল এক আলোচনায় তিনি বলেন বাইডেন এবং ট্রাম্প ইউরোপের বিষয়ে সম্পূর্ণ বিপরীত মনোভাব পোষণ করেন। চীন, পরিবেশ ও বাণিজ্য নিয়ে বাইডেন অনেক বেশি সহায়তাপ্রবণ হবেন বলেও তিনি মন্তব্য করেন।

বাণিজ্যসহ বেশ কিছু ইস্যুতে ইউরোপের নেতাদের সাথে মতবিরোধে জড়ান ট্রাম্প। ইউরোপের অনুরোধ উপেক্ষা করে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে এককভাবে বেরিয়ে পড়েন ট্রাম্প। প্যারিসের জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে পড়েন ট্রাম্প এবং ইউরোপের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপ করেন।

আরো বলেন: ‘বাইডেন বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের অবস্থা শোচনীয় হবে’

বাংলাদেশ জার্নাল/ নকি

  • সর্বশেষ
  • পঠিত