ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

মাস্ক ছাড়া ভোট দিয়ে সমালোচনায় মেলানিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ০১:২২  
আপডেট :
 ০৪ নভেম্বর ২০২০, ০১:২৭

মাস্ক ছাড়া ভোট দিয়ে সমালোচনায় মেলানিয়া
ছবি: সংগৃহীত

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে স্বশরীরে হাজির হয়ে ভোট দিয়েছেন। মঙ্গলবার ভোট দেওয়ার সময় তিনি মাস্ক পরা ছিলেন না। করোনাকালে তার এ ধরনের আচারণের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের খবরে বলা হয়েছে, পাম বিচের মর্টন অ্যান্ড বারবারা মান্ডেল রিক্রিয়েশন সেন্টারে স্থানীয় সময় সকাল দশটায় হাজির হন মেলানিয়া। গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মেলানিয়া ভোটকেন্দ্রে প্রবেশের সময় মাস্ক পরা ছিলেন না।

স্বামী ট্রাম্পের সঙ্গে গত মাসে কেন আগাম ভোট দেননি জানতে চাইলে মেলানিয়া বলেন, আজ ভোটের দিন। আমি তাই চেয়েছিলাম এখানে ভোটের দিন এসে ভোট দিতে।

গত বছর নিউ ইয়র্ক থেকে পাম বিচ কাউন্টিতে ঠিকানা পরিবর্তন করেছেন। ২৪ অক্টোবর তিনি আগাম ভোট দিয়েছেন।

নির্বাচনি প্রচারের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে ছিলেন মেলানিয়া। এক সপ্তাহ আগে পেনসিলভানিয়াতে তিনি প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ ভাষণ দেন। পরে ফ্লোরিডার সমাবেশেও ভাষণ দিয়েছেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেকেন্ড লেডি কারেন পেন্স ২৩ অক্টোবর তাদের নিজ অঙ্গরাজ্য ইন্ডিয়ানাতে ভোট দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আমেরিকা নির্বাচনের আরো খবর:

> নির্বাচনী সহিংসতার শঙ্কায় উদ্বিগ্ন গোটা আমেরিকা

> গতবারের চেয়ে বড় জয়ের প্রত্যাশা ট্রাম্পের

> ট্রাম্পের ফল জালিয়াতি ঠেকাতে প্রস্তুত কংগ্রেস

> ট্রাম্প-কমলার জয় কামনায় ভারতে প্রার্থনা

> মার্কিন নির্বাচনের নানা নাটকীয় ঘটনা

> ‘আমি ওবামা, প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে তো?’

> মার্কিন নির্বাচনে ‘সামাজিক মাধ্যম’ নিয়ে বিতর্ক

> এবারের মোট ভোটার ও নির্বাচন প্রক্রিয়া

> আমেরিকা নির্বাচনের ফল জানা যাবে কখন?

> নির্বাচনের রাতে হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি

> মার্কিন ভোটের লড়াই কি আদালতে গড়াবে?

  • সর্বশেষ
  • পঠিত