ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া মুগল আটক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:০৮

হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া মুগল আটক
হংকংয়ের মিডিয়া মুগল জেমি লাই

হংকংয়ের মিডিয়া মুগল জেমি লাইকে প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তার কোম্পানির জায়গা অন্য কাজে অবৈধভাবে ব্যবহারের এক মামলায় জামিন আবেদন খারিজ করে দেয় আদালত। বিবিসি।

গণতন্ত্রকামী তিনজন নেতার আটকের পরের দিনই এমন আটকের গঠনা ঘটল। বিতর্কিত নতুন নিরাপত্তা আইনে আটক বাড়তে পারে বলে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এ আটকের ঘটনা। চীনের পক্ষ থেকে নতুন এ আইনে সহিংসতা হ্রাসের কথা বলা হলেও এটাকে নিপিড়নমূলক আইন বলছে সমালোচকরা।

হংকংয়ের গণতন্ত্রপন্থী সবচেয়ে বড় পত্রিকা অ্যাপল ডেইলির মালিক জিমি লাই গণতান্ত্রিক আন্দোলনের বড় সমর্থক হিসেবে পরিচিত। গত বছর দানা বাঁধা গণতন্ত্রপন্থী আন্দোলনের পক্ষে ছিলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত