ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সেনা জঙ্গি গোলাগুলিতে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর

  ময়ুখ বসু, কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৪৬  
আপডেট :
 ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:০১

সেনা জঙ্গি গোলাগুলিতে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর
ফাইল ছবি

সেনা জঙ্গি গোলাগুলিতে ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনা এবং জঙ্গিদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গুলিতে এক জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন দুই ভারতীয় সেনা।

জানা যায়, ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় ভারতের রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশ্যাল অপারেশন গ্রুপ। জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা যৌথভাবে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। জঙ্গিরা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে জওয়ানদের ওপর গুলিবর্ষণ করে।

নিরাপত্তার জন্য গোটা এলাকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। ওই এলাকার প্রতিটি প্রবেশ পথ এবং বাইরে বেরোনোর পথ বন্ধ করে দেয় ভারতীয় সেনা। আহত দুই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি যে বাড়িটিতে জঙ্গিরা লুকিয়ে ছিলো সেই বাড়িটিও বিস্ফোরণে উড়িয়ে দেয় সেনা জওয়ানরা।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত