ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বায়ু দুষণ: দিল্লিতে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ১৮:৫৩

বায়ু দুষণ: দিল্লিতে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ
ধুলিকণা, গাড়ির ধোঁয়া ও কুয়াশা মিলে দুষিত হচ্ছে দিল্লির বাতাস। ছবি: এনডিটিভি

ভারতের রাজধানী নয়া দিল্লিতে বায়ু দুষণের জেরে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। শনিবার বায়ু দুষণ সংকট নিয়ে একটি বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বৈঠকের পরই স্কুল বন্ধ রাখার এ ঘোষণা দেন তিনি। ভারতের প্রভাবশালী দৈনিক এনডিটিভি অনলাইন এ খবর জানিয়েছে। তবে সরকারি অফিসগুলোর কার্যক্রম যথারিতি চলবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

কোভিড-১৯ এর কারণে এক বছরের বেশি সময় ধরে দিল্লিতে স্কুল বন্ধ থাকার পর সম্প্রতি আবারও পাঠদান শুরু হয়। বিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিতি দেখা যায় শিশু শিক্ষার্থীদের। এবার কোভিডের কারণে না হলেও বায়ু দুষণের কারণে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত এলো।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, স্কুল বন্ধ থাকাকালে সোমবার থেকে অনলাইনে ক্লাস চলবে। সেই সঙ্গে দিল্লির সব ধরনের নির্মান কাজ বন্ধ রাখারও ঘোষণা দেন তিনি।

সম্প্রতি ভারতের সুপ্রীম কোর্ট দিল্লির বায়ু দুষণ রোধে পদক্ষেপ নিতে বলে। প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে দুষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত