ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ডেল্টার চেয়ে যুক্তরাষ্ট্রে ওমিক্রনে মৃত্যু বেশি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৭  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৯

ডেল্টার চেয়ে যুক্তরাষ্ট্রে ওমিক্রনে মৃত্যু বেশি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টার চেয়ে এর নতুন ধরন ওমিক্রনে বেশি মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিয়াটল টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত বছরের ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ওমিক্রন শনাক্তের কথা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

এর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ কোটি ১ লাখ ৬৩ হাজার ৬০০ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৫০ জনের।

এর আগে যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ধরন আঘাত হানে। ২০২১ সালের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা সংক্রমণ ধরা পড়ে ১ কোটি ৯ লাখ ১৭ হাজার ৫৯০ জনের দেহে; প্রাণ যায় ১ লাখ ৩২ হাজার ৬১৬ জনের।

দুই ঢেউয়ের মৃত্যু তুলনা করলে দেখা যায়, একই সময়সীমায় ডেল্টার চেয়ে ওমিক্রনে মৃত্যু ১৭ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে মৃত্যুর এ পরিসংখ্যান একটি বিষয়কেই ইঙ্গিত করে, ওমিক্রন করোনার অন্য কোনো ধরনের চেয়ে কম প্রাণঘাতি নয়।

এর আগে ওমিক্রনকে কম প্রাণঘাতি; তবে অধিক সংক্রামক বলে উল্লেখ করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মহামারি বিশেষজ্ঞরা।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত