ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

১০০ কোটি টাকার বিছানা!

১০০ কোটি টাকার বিছানা!

থরে থরে টাকা সাজানো। ৫০০ ও ১০০০ নোট। আর এই নোটের উপর ঘুমাতেন এক ভবন নির্মাতা ব্যবসায়ী। কিন্তু শেষপর্যন্ত টাকাগুলো উদ্ধার করে পুলিশ ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) কর্তৃপক্ষ। এ ঘটনা ভারতের উত্তর প্রদেশের কানপুরের।

এনডিটিভির খবরে বলা হয়, উদ্ধার হওয়া ওই নোটগুলো দিয়ে বিছানা তৈরি করা হয়েছিল। পরে সেগুলো উদ্ধার করে পাঁচটি স্টিলের ট্রাঙ্ক, বস্তা ও কার্টনে ভরা হয়েছে।

পুলিশ বলছে, ওই ব্যবসায়ীর নাম আনন্দ খাত্রি। অর্থগুলো কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের।

ভারতের জাতীয় তদন্ত সংস্থার বরাতে বলা হয়, ওই অর্থ চার বা পাঁচ ব্যক্তি বা প্রতিষ্ঠানের হতে পারে। এর মধ্যে একজন ডিটারজেন্ট নির্মাতাও আছেন। এ ঘটনায় সব মিলিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৬ সালের নভেম্বরে পূর্ব ঘোষণা ছাড়াই ৫০০ আর ১০০০ রুপির নোট বাতিল করে বিজেপি সরকার।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত