ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

গাজায় ইসরায়েলি হামলায় পিআইজে কমান্ডারসহ নিহত ২

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৩, ১০:২৪  
আপডেট :
 ১১ মে ২০২৩, ১৬:৩০

গাজায় ইসরায়েলি হামলায় পিআইজে কমান্ডারসহ নিহত ২
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে গাজার হামাদ শহরের একটি ভবনের পঞ্চম তলার অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়।

পিআইজে-এর সশস্ত্র শাখা জানিয়েছে, নিহত শীর্ষস্থানীয় ওই কমান্ডার ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান। তার নাম আলি হাসান গালি। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত। অপরজনের পরিচয় জানানো হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, আলি হাসান গালি ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের জন্য দায়ী।

বুধবার গাজা থেকে সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে ৪৬০ টিরও বেশি রকেট ছুড়েছে। এতে ইসরায়েলে আশ্রয়কেন্দ্রে ছুটে আসা বেশ কয়েকজন আহত হয়েছে।

ফিলিস্তিনি মেডিকেল সূত্র বলছে, এই সপ্তাহে এখন পর্যন্ত যুদ্ধে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে চারজন পিআইজে কমান্ডার রয়েছে।

হামাসের পরে পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম জঙ্গি গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে। সূত্র: বিবিসি

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত