ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কাবুলে সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১৮

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২১  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩০

কাবুলে সেনা ঘাঁটিতে তালেবান হামলায় নিহত ১৮

আফগানিস্তানের কাবুলে একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় অন্তত ১৮ সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার আফগান প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়।

এ হামলার জন্য তালেবানদের দুষছে আফগান সরকার। রয়টার্সের খবরে বলা হয়, তালেবানরাও হামলার দায় স্বীকার করে বলেছে, এতে তাদের দুই যোদ্ধা নিহত হয়েছে। তবে দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, নিজেদের মুখপাত্র আমাকের মাধ্যমে আইএস-ও এ হামলার দায় স্বীকার করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, শুক্রবার রাতে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের সেনা ঘাঁটিতে হামলা চালায় তালেবান জঙ্গিদের একটি দল। এতে ১৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। এখনও পর্যন্ত হামলার বিস্তারিত জানা যায়নি।

এদিকে শনিবার হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরে পৃথক একটি আত্মঘাতী হামলার ঘটনায় এক আত্মঘাতী একটি গাড়িবোমা বিস্ফোরণ করলে কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। ওই একই প্রদেশে একটি সেনা পোস্ট হামলার ঘটনায় দুই সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত