ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাংখুট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৬

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাংখুট

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মাংখুট। ২০৫ থেকে ২৫৫ থেকে কিলোমিটার বেগে শনিবার নাগাদ ফিলিপাইনের উত্তর সমুদ্র উপকূলের প্রায় ৯০০ কিলোমিটার প্রশস্ত এলাকা জুড়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি এমন পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

আর এই ঘূর্ণিঝড়ের ফলে পুরো ফিলিপাইন জুড়েই ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মাংখুট ইতিমধ্যেই মারিয়ানা দ্বীপপুঞ্জের উত্তর মারিয়ানা এবং গুয়াম দ্বীপে আঘাত করেছে। এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে প্রায় ৫২ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ফিলিপাইনের শস্যসমৃদ্ধ অঞ্চল কাগায়ান এবং ইসাবেলায় প্রথম আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মাংখুট তাই সেই প্রদেশের প্রায় ৯ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে নেয়া হয়েছে। এ ছাড়া ৬০০এর বেশি সরকারি স্কুল এবং কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী, মেডিক্যাল প্রতিনিধি দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ফিলিপাইন কোস্টগার্ড জানায়, প্রায় ৫ হাজারের মতো যাত্রী বিভিন্ন সমুদ্র বন্দরে আটকা পড়ে আছে।

হিরোইশি ইশিহারা নামের জাপানের এক আবহাওয়াবিদ বলেন, এই বছরের ভেতর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের ভেতর এটি সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত