ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ইয়েমেনে যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৫২ লাখ শিশু

ইয়েমেনে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৫২ লাখ শিশু

আন্তর্জাতিক শিশু বিষয়ক সংগঠন সেইভ দ্য চিলড্রেন সতর্ক করে দিয়ে বলেছে, ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে দেশটির আরো ১০ লাখ শিশু। তবে তাদের আশঙ্কা দুর্ভিক্ষে পড়ার মত অবস্থায় রয়েছে দেশটির অর্ধ কোটি শিশু।

সংস্থাটি বলছে, যুদ্ধের কারণে বাড়তে থাকা খাদ্যমূল্য ও ইয়েমেনি মুদ্রার অব্যাহত দরপতনে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে পড়া পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এর সঙ্গে আরও একটি হুমকি যুক্ত হয়েছে। দেশটির বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে পাঠানো ত্রাণের অধিকাংশই প্রধান সমুদ্র বন্দর হুদেইদাহের মধ্য দিয়ে ওই এলাকাগুলোতে যায়। কিন্তু হুদেইদাহের চারপাশে চলা লড়াইয়ের কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এতে বিদ্যমান পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

লন্ডনভিত্তিক এই আন্তর্জাতিক ত্রাণ সংস্থাটি আরো জানাচ্ছে, ইয়েমেনে বর্তমানে সবমিলিয়ে মোট ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের সম্মুখীন।

এক বিবৃতেতে সেইভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী হেল থর্নিং-শ্মিট বলেন, ‘লাখ লাখ শিশু জানে না পরবর্তী খাবারটি কখন পাবে অথবা আদৌ পাবে কি না। উত্তর ইয়েমেনের (বিদ্রোহী নিয়ন্ত্রিত) একটি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে শিশুদের কান্না করারও শক্তি নেই, ক্ষুধায় তাদের দেহ অবসন্ন হয়ে গেছে।’

তিনি আরো বলেন, এই যুদ্ধের কারণে ইয়েমেনি শিশুদের পুরো এক প্রজন্ম ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। যারা বোমা থেকে শুরু করে ক্ষুধা ও প্রতিরোধযোগ্য রোগ, যেমন কলেরার মতো বহুমাত্রিক হুমকির সম্মুখীন।

চলতি মাসের প্রথমদিকে সেইভ দ্য চিলড্রেন জানিয়েছিল, চলতি বছর এ পর্যন্ত তারা তীব্র অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী প্রায় চার লাখ শিশুকে চিকিৎসা দিয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই ৩৬ লাখেরও বেশি শিশুর মৃত্যু হতে পারে বলেও সতর্ক করেছে বেসরকারি এই সংস্থাটি।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে যাদের দুই-তৃতীয়াংশ বেসামরিক আর আহত হয়েছে আরও ৫৫ হাজার লোক।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত