ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে ফের হামলা, প্রার্থীসহ নিহত ৮

আফগানিস্তানে ফের হামলা,  প্রার্থীসহ নিহত ৮
নিহত সালেম মোহাম্মাদ আচাকজাই

আফগানিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আরেক প্রার্থী বোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের লশকর গাহ শহরের ৩২ বছর বয়সী প্রার্থী সালেম মোহাম্মাদ আচাকজাই’র অফিসে আত্মঘাতী বোমা হামলায় ওই প্রার্থীসহ আটজন নিহত হন। মঙ্গলবার বিকেলের ওই হামলায় আহত হয়েছেন আরো ১১ জন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ বোমা হামলার দায় স্বীকার করেনি। প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার জন্য ‘জঙ্গিদের’ দায়ী করেছেন।

হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জাওয়াক বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় বেলা আড়াইটায় আচাকজাই’র নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। স্থানীয় তরুণ ব্যবসায়ী আচাকজাই দেশে ‘ইতিবাচক পরিবর্তনের’ স্লোগান দিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আফগানিস্তানের আসন্ন নির্বাচনের আগে মোট ছয়জন প্রার্থী নিহত হলেন। অন্তত আড়াই হাজার প্রার্থী এবারের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আফগানিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি। যদিও দেশটির উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান ও তাদের দোসর ইসলামিক স্টেট আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে।

২০০১ সালে মার্কিন আগ্রাসনে আফগানিস্তানের তালেবান সরকারের পতন হলেও হেলমান্দ প্রদেশে এখনো এই গোষ্ঠীর ব্যাপক প্রভাব রয়েছে।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত