ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

আইফোন ফেটে ট্রাউজারে আগুন!

আইফোন ফেটে ট্রাউজারে আগুন!

ফোনের দুনিয়ায় অ্যাপল নামটা দুনিয়ায় সব থেকে আকর্ষণীয়। তাই অ্যাপল ফোন সংক্রান্ত সব খবরই রাখতে চান অ্যাপলপ্রেমীরা। নতুন বছরেও যুক্তরাষ্ট্রে খবরে এসেছে অ্যাপল। তবে কোনও নতুন ডিভাইস উদ্বোধন করার জন্য নয়, অ্যাপলের আইফোন বিস্ফোরণের জন্য।

আমেরিকার ওহায়োর বাসিন্দা জোস হিলার্ড তিন সপ্তাহ আগে কিনেছিলেন আইফোন এক্সএস। বেশ চলছিল সেটি। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি। ট্রাউজার্সের পকেটে ফোন নিয়ে তিনি বেরিয়েছিলেন বাজারে। যে পকেটে আইফোনটি রাখা ছিল সেখানে তিনি প্রচণ্ড তাপ অনুভব করেন। পাশাপাশি সেখান থেকে বেরিয়ে আসতে থাকে সবুজ-হলুদ ধোঁয়া।

এই দেখে তিনি পকেট থেকে ফোনটি বের করতে যান। কিন্তু এর আগেই আগুন লেগে যায় তার ট্রাউজারে। তখন আগুন লাগা পোশাক খুলে ফেলার জন্য তিনি রাস্তার পাশের নির্জন জায়গায় ছুটে যান।

এই ঘটনায় প্রচণ্ড বিরক্ত হিলার্ড। আমেরিকার ক্রেতা সুরক্ষা আদালতে মামলাও করেছেন তিনি। এ ঘটনায় অ্যাপলকে তলবও করেছে আদালত। তবে এই বিস্ফোরণের কারণ জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত