ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

প্রতিবেশী কোনো দেশেই হামলা করবে না ইরাক

প্রতিবেশী কোনো দেশেই হামলা করবে না ইরাক
জেনারেল খাফাজি

প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেবে না বাগদাদ সরকার। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল-খাফাজি ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট হাসান রুহানির বাগদাদ সফরকালে মঙ্গলবার এ সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

জেনারেল তাহসিন আল-খাফাজি বলেন, ‘আমাদের চারপাশের কোনো দেশের বিরুদ্ধে তৎপরতা চালানোর জন্য আমরা কাউকে ইরাকের ভূমি ব্যবহার করতে দেব না। কারণ, প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।’

ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ইরাকে বর্তমানে যেসব মার্কিন সেনা রয়েছে তাদেরকে যুদ্ধের জন্য মোতায়েন রাখা হয়নি। তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। ইরাকের সেনাবাহিনী সে দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য যথেষ্ট বলেও জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ইরানের প্রশংসা করে জেনারেল খাফাজি বলেন, ‘সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরাকের সেনাবাহিনীকে সামরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তেহরান। আমাদের মধ্যে ভালো সম্পর্ক বিরাজ করছে এবং এ সম্পর্ককে আমরা আরো শক্তিশালী করতে চাই।’

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত