প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১২:১৩
ক্যালিফোর্নিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মুরিয়েটা এলাকার এক বাড়িতে সোমবার বিকেলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।
|আরো খবর
স্থানীয় সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ঘটনার দিন ওই বাড়িতে গ্যাস লাইন সারাইয়ের কাজ করছিলো সাউদার্ন ক্যালিফোর্নিয়া গ্যাস কোম্পানির লোকজন। এসময় হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলো দমকল বাহিনীর লোকজন। কিন্তু তারা কিছু বুঝে উঠার আগেই বিস্ফোরণে গ্যাস কোম্পনির একজন কর্মী প্রাণ হারান। আহত হন আরো ১৫ জন। আহতদের মধ্যে গ্যাস কোম্পানির লোকজন ছাড়াও দমকল কর্মীরাও রয়েছেন।
পরে এক বিবৃতিতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া গ্যাস কোম্পানি জানায়, আজকের বিস্ফোরণের ঘটনায় আমাদের এক কর্মী নিহত এবং ১৫ জন আহত হওয়ায় আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা এখন দ্রুত গোটা এলাকাকে নিরাপদ করার প্রতি গুরুত্ব দিচ্ছি। একই সঙ্গে এই বিস্ফোরণের কারণ খুঁজে বের করারও চেষ্টা চলছে।’
এদিকে ওই বিস্ফোরণের পর মুরিয়েটার এলাকার সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এলাকার বাসিন্দাদের।
মুরিয়েটা এলাকাটি সান দিয়াগো শহর থেকে প্রায় ৭০ মাইল উত্তরে অবস্থিত।
সূত্র: সিএনএন
এমএ/