ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

কাশ্মীরিদের পাশে মমতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১৫:৫৯  
আপডেট :
 ১৭ আগস্ট ২০১৯, ১৬:৫০

কাশ্মীরিদের পাশে মমতা

কাশ্মীর নিয়ে মোদি সরকারের নীতিকে কটাক্ষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয়না। সমস্যার সমাধান ইনসানিয়াত, জামহুরিয়াত ও কাশ্মীরীয়াত এই তিনটি নীতি দ্বারা সম্ভব।

সম্প্রতি মোদি সরকার কটাক্ষ করে কাছে বার্তা টুইট করে এসব কথা লিখেছেন মমতা।

এদিকে ৫ আগস্ট সংসদে ৩০৭ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজের ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই অধিবেশনের মাঝে কেন্দ্রীয় নীতির বিরোধিতায় কক্ষ ত্যাগ করেন তৃণমূল সাংসদরা। তার আগের দিনই আটক করা হয় তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি-সহ বিরোধী নেতাদের। পাশাপাশি, নিরাপত্তার স্বার্থে কাশ্মীরে কার্যত কারফিউ জারি করা হয়।

জম্মু ও কাশ্মীর সমস্যা নিয়ে এর আগেও কেন্দ্রকে কাঠগড়ায় তোলার নজির রেখেছেন মমতা। এদিন তারই পুনরাবৃত্তি ঘটেছে টুইটারে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত