ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কাশ্মিরে শ্রমিকদের হুমকি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০১৯, ১৭:২৭

কাশ্মিরে শ্রমিকদের হুমকি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিভিন্ন রাজ্যের কর্মরত অভিবাসী শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ ‍উঠেছে। এতে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে শ্রমিকরা। যদিও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতির কারণেই শ্রমিকদের চলে যেতে সহযোগিতা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ৫ আগস্টের পূর্বেই মুসলিম অধ্যুষিত রাজ্যটি থেকে পর্যটক ও তীর্থযাত্রীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো। কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়। ৫ আগস্টের পর ভারত সরকার সেখানে অচলাবস্থা জারি করে ইন্টারনেট, টেলিফোন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। নিরাপত্তা ব্যবস্থার কড়াকাড়িতে কাশ্মিরের অর্থনীতি স্থবির হয়ে পড়ে এবং শ্রমিকরা নিজ থেকেই নিজ রাজ্যে ফিরে যেতে শুরু করে।

‘লকডাউনের প্রথম কয়েকদিনের মাথাতেই কয়েক হাজার শ্রমিক কাশ্মির ত্যাগ করেন।’

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনেকেই আতঙ্কে ও ভয়ে কাশ্মির ছেড়েছেন। কয়েকজনকে জোর করে চলে যেতে বাধ্য করেছে। বর্তমান পরিস্থিতির কারণে আমরা তাদের চলে যেতে বাস ও খাবার দিয়ে সহযোগিতা করেছি।

ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে কাশ্মিরে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার মানুষ ও শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার করা হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত