ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

গরুকে জাতীয় পশু করার দাবি

গরুকে জাতীয় পশু করার দাবি

ভারতে বাঘের বদলে গরুকে জাতীয় পশু করার দাবি করেছেন এক হিন্দু ধর্মগুরু। এর পাশাপাশি মোদি সরকারের প্রতি গরুর কসাইখানা পুরোপুরি বন্ধ করারও দাবি জানিয়েছেন র্ণাটকের উদুপির পেজাওয়ার মঠের প্রধান বিশ্বেসাতীর্থ স্বামী।

মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্তদের সমানে বক্তব্য রাখতে গিয়ে বাঘের বদলে গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি করেন এই হিন্দু ধর্মগুরু। তিনি বলেন, ‘বাঘকে জাতীয় পশু ঘোষণা করার কারণেই দেশে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। আমরা যদি বাঘের বদলে গরুকে জাতীয় পশু ঘোষণা করি তাহলে দেশে শান্তি আসবে। কারণ গরু হল সব ভারতীয় নাগরিকের মা। তাকে জাতীয় পশু ঘোষণা করা হলে দেশে আর কোনও সন্ত্রাসীর জন্ম হবে না।’

মঙ্গলবারের সভা থেকে নিজের জীবদ্দশায় রাম মন্দির তৈরি হওয়া দেখে যেতে পারবেন বলেও আশাপ্রকাশ করেন তিনি। বলেন, ‘মৃত্যুর আগে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া দেখে যেতে চাই। দেশও রাম রাজ্যে পরিণত হোক।’

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত