ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

হিন্দুদের যে উৎসবে লাখো গরু বলি দেয়া হয়!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭

হিন্দুদের উৎসবে লাখো গরু বলি!
প্রতীকী ছবি

প্রায় পাঁচ বছর কম সময় আগে ‘বিশ্বের সবচেয়ে বড় রক্তাক্ত’ উৎসব বলে পরিচিত নেপালের ধর্মীয় পশু বলিদান প্রথার সমাপ্তি ঘোষণা করেছিল নেপালের প্রাণি দাতব্য সংস্থাগুলো।

কিন্তু মঙ্গলবার ছাগল, ইঁদুর, মুরগি, শুকর আর কবুতর হত্যার মধ্য দিয়ে ফের ‘গাধিমাই উৎসব’ শুরু করা হয়েছে।

নেপালের প্রত্যন্ত ওই এলাকা ঘুরে আসা একজন প্রাণী অধিকারকর্মী বলছেন, গাধিমাই উৎসব শুরু করার পর সেখানে কয়েক হাজার মহিষ হত্যা করা হয়।

২০১৪ সালের সর্বশেষ উৎসবে প্রায় দুই লাখ প্রাণী হত্যা করা হয়েছিল। এই প্রথার শুরু হয় প্রায় আড়াইশ বছর আগে।

নেপালের দক্ষিণ-পূর্ব এলাকার বারিয়ারপুর নামের একটি গ্রামে প্রতি ৫ বছর পরপর এই উৎসবের আয়োজন করা হয়। ওই উৎসবে ভারত থেকেও হাজার হাজার লোক অংশগ্রহণ করেন।

২০১৫ সালে নেপালের মন্দির কর্তৃপক্ষ গরু বলিদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও এই উৎসবে হাজার হাজার গরুকে হত্যা করা হবে। নেপালের সুপ্রিম কোর্টও ২০১৬ সালে দেশটির সরকারকে প্রাণিহত্যা কমানোর জন্য পদক্ষেপ গ্রহণে আদেশ দিয়েছিলো।

২০০৯ সালে ওই উৎসবে ৫ লাখ গরু, ছাগল, কবুতর এবং অন্যান্য প্রাণি হত্যা করা হয়। কিন্তু মন্দির কর্তৃপক্ষ এবং বিভিন্ন প্রাণিরক্ষা সংগঠনের প্রতিবাদের মুখে পরেরবার এই সংখ্যা অনেক কমে আসে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত