ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

পূজার আগেই ত্বকে আনুন উজ্জ্বলতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৬  
আপডেট :
 ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৭

পূজার আগেই ত্বকে আনুন উজ্জ্বলতা

বছর ঘুরে আবার চলে এসেছে হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা। এই উৎসবকে নিয়ে থাকে অনেক আয়োজন। তাই আগে থেকেই ত্বকের যত্ন নেয়া শুরু করতে হবে। পূজার আগে কীভাবে পাবেন উজ্জ্বল ত্বক জেনে নিন।

বেশি মাত্রায় ফল খান। তবে চেষ্টা করুন দুপুরে ফল খাওয়ার।

বেশি করে পানি পান করুন। পেট পরিষ্কার থাকবে। ত্বকও থাকবে চকচকে।

পূজার আগে অনেক কেনাকাটা ও ঘরের কাজ থাকে। যার কারণে ঘুম না হওয়ায় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। তাই এই কয়েকদিন ঘুমাতে হবে ভালমত।

বাইরে এখন রোদ তাই সানস্ক্রিন, রোদ চশমা বা ছাতা ব্যবহার করুন।

সাধারণ স্কিন কেয়ার নিন যেমন- ক্লেঞ্জিং, টোনিং, ময়েশ্চারাইজিং নিয়ম করে করুন। এছাড়াও স্ক্রাবিং বাদ দেয়া যাবে না একেবারেই।

প্রতিদিন রাতে শোয়ার আগে ব্যবহার করুন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ত্বককে নরম এবং পাশাপাশি ব্রণ দূর করতেও সাহায্য করবে।

এবার জেনে নিন কিছু ঘরোয়া প্যাক তৈরির নিয়ম একটি বাটিতে ২ টেবিল চামচ মশুর ডালের গুঁড়ো, ১ চা চামচ অ্যালোভেরা জেল, ২-৩ ফোটা টি ট্রি অয়েল, পরিমাণমতো রোজ ওয়াটার নিয়ে মিশিয়ে নিন।

মুখ ক্লিন করে নিয়ে এই মাস্ক-টি মুখ এবং গলায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে নিয়ে টোনার এবং ময়েশ্চারাইজার লাগান।

একটি বাটিতে ১ চা চামচ চারকোল পাউডার, ১ টেবিল চামচ মুলতানি মাটি, ২ চা চামচ মধু নিয়ে মিশিয়ে নিন।

এটি মুখ পরিষ্কার করে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে নিয়ে টোনার এবং ময়েশ্চারাইজার লাগাবেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত