ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

বয়স বুঝে ফেসিয়াল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৫:৩৬

বয়স বুঝে ফেসিয়াল

এক সময়ে মানুষ সুন্দর থাকলেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন থাকে না। তবে তার জন্য শুধু দরকার ধৈর্য্য ও নিয়ম করে পরিচর্যা। মেয়েদের ২৩-২৪ বছর বয়স থেকেই বিশেষভাবে ত্বকের যত্ন, খাওয়া-দাওয়া, ব্যায়াম ইত্যাদির দিকে নজর দেয়া উচিত। তাহলেই সৌন্দর্য ধরে রাখা সম্ভব। তবে সেটি অবশ্যই হতে হবে বয়স মেনে।

১৭-২০ বছর বয়সের ফেসিয়াল

এ বয়সে ত্বকে তৈলাক্ত ভাব থাকে, ব্রণ উঠার প্রবণতাও দেখা দেয়। তাই এই বয়সটিতে ত্বক পরিষ্কার রাখার ব্যাপারে অধিক গুরুত্ব দিতে হবে। হলুদ, পুদিনা পাতা, শশা, মধু এই উপাদান সমৃদ্ধ ফেসিয়াল করতে হবে। তাই করতে পারেন হানি ফেসিয়াল, কিউকাম্বার ফেসিয়াল, অরেঞ্জ ফেসিয়াল।

২১-৩০ বছর বয়সের ফেসিয়াল

২০ বছরের পর যে কেউই ফেসিয়াল করতে পারবেন। শুষ্ক, সাধারণ ও তৈলাক্ত ত্বকে সমস্যা না হলে হারবাল ফেসিয়াল করা যেতে পারে। পার্ল ফেসিয়াল সব ধরনের ত্বকের জন্য প্রযোজ্য, তবে স্পর্শকাতর ত্বকে করা যাবে না। বিয়ের কনের জন্য গোল্ড ফেসিয়াল খুব ভাল ফলাফল দেবে।

৩১-৪০ বছর বয়সের ফেসিয়াল

এই বয়সটি থেকে ত্বক পরিবর্তন হতে থাকে। এই বয়সে এমন ফেসিয়াল দরকার যেটি ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে। তাই হালকা ম্যাসেজ, স্ক্রাবিং, সবশেষে হাইড্রেটিং মাস্ক লাগিয়ে ফেসিয়াল শেষ করতে হবে। উপকারী ফেসিয়ালগুলো হলো স্টিম ফেসিয়াল, অ্যান্টি-রিঙ্কেল ফেসিয়াল, অ্যান্টি-অক্সিডেনট ফেসিয়াল। এছাড়াও করতে পারেন ফ্রুট ফেসিয়াল। এই ফেসিয়ালে যে ফ্রুট ক্রিম ব্যবহার করা হয় যা সব ধরনের ত্বকের জন্য ভাল। একমাত্র ফ্রুট ফেসিয়ালই স্পর্শকাতর ত্বকের জন্য উপযোগী।

৪১-৫০ বছর বয়সের ফেসিয়াল

এই বয়সে ভেজিটেবল পিলিং এবং থার্মোহার্বের ফেসিয়ালটি করা উচিত। এতে চেহারার কালো দাগ চলে যাবে, ত্বকে উজ্জ্বলতা আসবে। আরো করতে পারেন অ্যান্টি-রিঙ্কেল ফেসিয়াল, চকলেট ফেসিয়াল।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত