ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

দেশের ৩০০-ই বাইরে ০০৩!

  হৃদয় আলম

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৯  
আপডেট :
 ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০১

দেশের ৩০০-ই বাইরে ০০৩!
তামিম ইকবাল। ফাইল ছবি

একসময়ের সেই সফল ওপেনার, ড্যাশিং, দেশসেরা ব্যাটসম্যানই আজকের তামিম ইকবাল। বর্তমানে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হয় বিস্তর। কিন্তু কিছুতেই যেন পরিবর্তনের নেই তার!

সমালোচকদের মতে, ফুরিয়ে গেছেন তামিম। আমারও মত তাই। এখন তার অবসর দরকার। সুযোগ দেয়া দরকার নতুনদের।

সর্বশেষ তামিম যে কিছুটা আশার আলো দেখিয়েছিলেন তা অস্বীকার করা উপায় নেই। ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। দিন পাঁচেক আগের এমন পারফরমেন্সের পর তামিম যখন মাঠে খেলতে নামলেন তখন কোটি ভক্তের পাশাপাশি ভালো কিছুর স্বপ্ন দেখেছিলাম আমিও।

কিন্তু এরপর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুতেই তামিম যেভাবে আশাহত করলেন কোটি ভক্তকে, তাতে তার মাঠ ছেড়ে চলে যাওয়াই উত্তম। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডাব্লিউ হয়ে মাত্র ৩ রান করে ফিরে যান তামিম।

লজ্জাজনক এমন স্কোরের পর নেটিজেনরা তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের সমালোচনায় মেতেছেন। আর এটা অস্বাভাবিকও কিছু না। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এমন কিছু হয়তো আগেই আঁচ করতে পেরেছিলেন। তিনি জোর গলায়ই বলেছিলেন, ‘মিরপুর আর রাওয়ালপিন্ডি এক না’।

আসলেই তাই- তামিম ঘরের মাঠে হাঁটু সমান ছেলেদের বলে যেভাবে খেলেছেন বিদেশের মাটিতে তো চাইলেই আর তা হবে না!

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত