ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

সিনিয়র সচিব প্রাথমিক শিক্ষকদের জন্য যা করলেন

  মুহাম্মদ মাহবুবর রহমান

প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১৬:১৭  
আপডেট :
 ১৪ আগস্ট ২০২০, ১৬:২৭

সিনিয়র সচিব প্রাথমিক শিক্ষকদের জন্য যা করলেন
ফাইল ছবি

শ্রদ্ধেয় সি‌নিয়র স‌চিব স‌্যার, প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয়ের স‌চিব থে‌কে দু’জন স‌চিব মন্ত্রী প‌রিষদ স‌চিব পদ মর্যাদায় আসীন হ‌য়ে‌ছি‌লেন। প্রাথ‌মিক শিক্ষায় তা‌দের অবদান কম নয় ত‌বে শিক্ষ‌কদের হৃদ‌য়ে স্থান ক‌রে নি‌তে পা‌রেন‌নি কিন্তু আপ‌নি কখ‌নো প্রটৌক‌লের চিন্তা ক‌রেননি। সদা চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছেন ‘মাননীয় প্রধানমন্ত্রী’র স্বপ্ন ২০৪১ সা‌লের ম‌ধ্যে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলা‌দে‌শ গড়ার’ সেই স্ব‌প্নের সারথি হ‌য়ে যোগ‌্য নাগ‌রিক গ‌ড়ে তোলার কা‌জে নি‌য়ো‌জিত প্রাথ‌মি‌ক শিক্ষক‌দের ভা‌গ্যের প‌রিবর্ত‌নের জন‌্য।

শ্রদ্ধেয় স‌্যার, প্রাথ‌মিক শিক্ষকরা আমরা অল্প‌তেই তুষ্ট, বড় পর্যা‌য়ের মানু‌ষের সামান‌্য ভা‌লোবাসা, স্নেহ পে‌লে গ‌র্বে গ‌র্বিত হই। আর শিক্ষকরা কর্মকর্তা হ‌বেন এমন স্বপ্ন আপ‌নি দে‌খি‌য়ে‌ছেন তা পূরণ করা। আর এক‌টি স্বপ্ন পূরণ আপনার মেয়া‌দের ম‌ধ্যেই সম্ভব দয়া ক‌রে নিরাশ কর‌বেন না স‌্যার। আপ‌নি উদ্যোগ নি‌লেই সম্ভব সে‌টি হ‌লো প্রাথ‌মিক শিক্ষক‌দের নন ভ‌্যা‌কেশনাল ঘোষণা।

অন্যান্য ডিপার্ট‌মেন্টের ছু‌টি: (সাপ্তা‌হিক ছু‌টি ৫২*২ =১০৪ + সরকারী ছু‌টি বছ‌রে (২০-২৪) দিন, মোট: ১২৮ দিন প্রায়)

প্রাথ‌মিকের ছু‌টি: (সাপ্তা‌হিক ছু‌টি ৫২+৭৫ =১২৭ দিন আগে ছিল)। এটি পূর‌ণে সরকা‌রের বাড়তি কোন অর্থের প্রয়োজন পড়‌বে না।

দোয়া ক‌রি মহান আল্লাহ আপনা‌কে আরো সম্মান বৃ‌দ্ধি সহ নেক হায়া‌তে তা‌য়িব‌্যা দান করুন!

সম্মানিত সিনিয়র সচিব প্রাথমিক শিক্ষকদের জন্য যা যা করেছেন...

ক) নি‌য়োগ বি‌ধি প‌রিবর্তন ক‌রে পুরুষ ম‌হিলা সম যোগ‌্যতা সম্পন্ন স্নাতক বা সমমান।

খ) বিদ্যালয় সময় সূ‌চি প‌রিবর্তন সকাল ৯টা~৩:১৫ মি‌নিট পর্যন্ত (১শিফট)।

গ) বিদ‌্যাল‌য়ের ছু‌টি ৭৫ দিন থে‌কে বৃদ্ধি ক‌রে ৮৫ দিন।

ঘ) One day One Word প্রবর্তন।

ঙ) মু‌জিব ব‌র্ষের ম‌ধ্যে বাংলা ও ইং‌রেজী রি‌ডিং ও রাইটিং স্কীল উন্নীত করণ।

চ) সহকারী থে‌কে প্রধান শিক্ষক প‌দে ১০০% প‌দোন্ন‌তির পথ সুগম।

ছ) সহকারী শিক্ষক‌দের ২‌টি ধাপ ক‌মি‌য়ে ১৫ তম থে‌কে ১৩ তম ধা‌পে বেতন স্কেল নির্ধারণ।

লেখক: সহকারী শিক্ষক ক্ষেতলাল, জয়পুরহাট।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত