ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দুঃখের আরেক নাম আমি

  মনিষা বিশ্বাস

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০৬

দুঃখের আরেক নাম আমি

আমাকে ছুঁয়ে দেখো

মানবতার নন্দনে তোমাকে জেনেছি

মেনেছি, তোমার ছোঁয়াতেই কেবল আমার উদ্ধার।

পাহাড়, তুমি কি দেবে তোমার পাখাগুলো?

তোমার পাদদেশে এসো-- আমরা বাঁচি

নিদারুণ দুঃসময়ে উড়ি আমি পক্ষহীন ধূলিকণা।

তুমুল বর্ষণ হয়

তবু জানো, নদীর বুকজুড়ে চৈত্রের দাহ

মাঝেমধ্যে বৃষ্টিহীন মেঘেরা চাপাস্বরে আর্তনাদ করে

এ যেন একদা খরস্রোতা নদীকে

কৃষ্ণমেঘের বিদ্রূপ, উপহাস।

একদিন নদীরও ভরা যৌবন ছিল, আজ তার

আমার মতোই তার বুকজুড়ে ধুলোর বিষণ্ন উড়াউড়ি।

মেঘেদের সেই কদম্বকানন

আজ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার আগ্রাসী ঝড়ে।

তুমি বলো

তোমার ছায়া ছাড়া আর আমি কোথায় যাবো?

আমাকে ধরতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায়,

মনের ব্যাকুলতা দিয়ে আমায় ধরতে দাও

তুমি ভেষজ উদ্ভিদ,

এতদিন তুমি ও তুমিহীন ছিলাম বলেই ছিলো

দুঃখের আরেক নাম আমি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত