ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা: নিকটাত্মীয়ের মৃত্যুদণ্ড

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ১৮:৪৬  
আপডেট :
 ০৯ মার্চ ২০২৩, ১৯:৪৬

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা: নিকটাত্মীয়ের মৃত্যুদণ্ড
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল

রাজধানীর পল্লবীর এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভুক্তভোগীর নিকটাত্মীয়।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক বেগম সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া যুবকের নাম তরিকুল ইসলাম রায়হান। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর স্বপন।

তিনি জানান, ভুক্তভোগীর বাবা-মা মরিশাসে থাকতেন। তিনি ঢাকায় এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে কলেজের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি সেই তরুণী। পরদিন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে একটি ব্যাগে তার মরদেহ পাওয়া যায়।

ওই ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় করা মামলায় একই বছরের ২ মার্চ গ্রেপ্তার করা হয় রায়হানকে। পরে ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার এসআই আনিছুর রহমান।

জিজ্ঞাসাবাদে রায়হান জানান, সেই তরুণীর সঙ্গে তিনি জোরপূর্বক শারীরিক সম্পর্ক করছিলেন। ওই ঘটনা সবাইকে বলে দিতে চাওয়ায় তাকে গলা টিপে শ্বাসরোধে তাকে হত্যা করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত