ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

আমার জন্মের কী বেশি প্রয়োজন ছিল?

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২২ জুন ২০২১, ১৮:২৯

আমার জন্মের কী বেশি প্রয়োজন ছিল?
পুলিশ পরিদর্শক রাজিব কুমার দাশ

এখনো মাঝে-মাঝে নিজেকে প্রশ্ন করি, ‘আমার জন্মের কী বেশি প্রয়োজন ছিল?’

-কার বেশি প্রয়োজন ছিল:

-জন্মদাতা-জননী নাড়ি কাটা জন্মধাত্রী, চন্দ্র-সূর্য্য গ্রহ নক্ষত্র ভূলোক-দ্যুলোক!

-একদিন সাহস করে বাবাকেও অক্ষম আক্রোশে জিজ্ঞেস করেছিলাম; ‘বাবা আমার জন্মের কী বেশি প্রয়োজন ছিল?’

-বিবশ মুখে অস্পষ্ট স্বরে বাবা কিছু বলতে চেয়েও বলতে পারেননি

-মা বলেছে, ‘তোমারে এমন প্রশ্নতো কেউ কোনোদিন করেনি বাপু! একদিন অনেক বড় হবে। এটা-সেটা করে দেশ-দশের সেবা করে বংশের বাতি জ্বালাবে।’

এবার জন্মের প্রয়োজন বুঝেছি:

-বাঁশঝাড় কেরোসিন আলোর গ্রামগুলোর বেদনার মহাকাব্য লেখার প্রয়োজনে আমাকে দরকার ছিল

-বিদায় বেলা আমার পানে তাকিয়ে দিগন্তরেখা পার করে দেয়া রাস্তার শতবর্ষী বটগাছের অব্যক্ত কষ্টের হাহাকার ক্রন্দনের দিনলিপি লেখার আয়োজনে; জন্মের প্রয়োজন ছিল।

-জাতির পিতার শরীরে লেগে থাকা হায়েনা বুলেট অট্টহাসির বিষদাঁত চিরতরে মূল্যচ্ছেদ করতে আমার জন্মের প্রয়োজন ছিল।

-চার হাজার ছয়শো বিরাশি দিনের ভীষণ কারাগার-বেদনা মহাকাব্য রচনায় জন্মের প্রয়োজন ছিল।

-হেমলকের হাত ধরে বুলেট বিষে মহানায়ক সক্রেটিসের প্রস্থান জবানবন্দি লিখতে পৃথিবীতে জন্মের প্রয়োজন ছিল।

-ব-দ্বীপের আমজনতা মনে সুখ দুঃখের মহাকাব্য লিখতে আমি জন্মেছি

-এখন ভীষণ কষ্টে পিতার রক্তে রঞ্জিত স্বদেশে উত্তর খুঁজে বেড়াই, ‘আমি জন্মেছি কেন!’

লেখক: রাজীব কুমার দাশ, প্রাবন্ধিক ও কবি, পুলিশ পরিদর্শক।

  • সর্বশেষ
  • পঠিত