ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

নৌকার পক্ষে মাঠে নামলেন নাদেল-মিসবাহ

  মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ১৫:৪০  
আপডেট :
 ১০ জানুয়ারি ২০২১, ১৬:০৪

নৌকার পক্ষে মাঠে নামলেন নাদেল-মিসবাহ
ছবি- প্রতিনিধি

কুলাউড়া পৌরসভায় দলীয় প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান।

গত ২০ বছরের রেকর্ড ভাঙতে কেন্দ্রীয় নেতা নাদেল ও জেলা আ.লীগ নেতা মিসবা কখনো একসাথে পৃথকভাবে প্রচারণা চালাচ্ছেন। কুলাউড়া পৌরসভায় নৌকার প্রার্থী সিপার উদ্দিন আহমদকে বিজয়ী করতে চলছে ঘটা করে গণসংযোগ। এতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মাঝে।

এর আগে সম্প্রতি কর্মীসভায় নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ করেছিলেন সিলেটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

এদিকে পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ কুলাউড়া উপজেলা আ.লীগ। উপজেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি শফি আহমদ সলমানের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকলেও এবার পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে একাট্টা তারা। নির্বাচনকে কেন্দ্র করে সব ভেদাভেদ ভুলে প্রচার-প্রচারণায় শুরু থেকেই পথসভা, মিছিল মিটিংয়ে একই কাতারে নৌকার পক্ষে কাজ করতে দেখা গেছে।

আওয়ামী লীগের প্রচারণা। ছবি- প্রতিনিধি

সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ও সহ-সভাপতি শফি আহমদ সলমানের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণতায় ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে বল অনেকেই মনে করেন। এতে ব্যাপকহারে নৌকার পক্ষে প্রাণচাঞ্চল্যতা এসেছে কুলাউড়া উপজেলা আ.লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে। সরগরম হয়ে উঠেছে প্রচারণা।

কুলাউড়া শহরে নির্বাচনী প্রচারণাকালে সাথে ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি খোরশেদ উল্লাহ, সাধারণ সম্পাদক গৌরা দেসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, কুলাউড়া পৌরসভার উন্নয়ন চাইলে নৌকার কোন বিকল্প নাই। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত