ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে তিন বিদ্রোহীসহ ১০৬ প্রার্থীর মনোনায়ন জমা

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ০১:৪৬

লালমনিরহাটে তিন বিদ্রোহীসহ ১০৬ প্রার্থীর মনোনায়ন জমা

লালমনিরহাট জেলার দুইটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ ১০৬ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ঠ রির্টানিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে ছয়জন, নয়টি কাউন্সিলর পদে ৪৩ জন ও তিনটি নারী সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

তাদের মধ্যে মেয়র পদের ছয়জন হলেন- আওয়ামীলীগ মনোনীত মোফাজ্জল হোসেন, বিএনপির মোশারফ হোসেন রানা, জাতীয় পার্টির এস.এম ওয়াহেদুল হাসান সেনা, ইশলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) আমিরুল ইসলাম, আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপন ও রিয়াজুল ইসলাম রিন্টু (বর্তমান মেয়র)।

এ পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৬৯ জন। যার মধ্যে পুরুষ ২৩ হাজার ৫৮৭ জন ও মহিলা ২৪ হাজার ১৮২ জন। ইলেক্ট্রনিক ডিভাইসে (ইভিএম) ১৮টি ভোট কেন্দ্র।

অপরদিকে পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে চারজন, নয়টি কাউন্সিলর পদে ৩১ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। মেয়র পদে হলেন, আওয়ামী লীগ মনোনীত রাশেদুল ইসলাম সুইট, বিএনপির একেএম মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইশলামী শাসনতন্ত্র আন্দোলন (ইশা) সুমন মিয়া ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী আসাদুজ্জামান। পাটগ্রাম পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৩১৭জন।

জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান বলেন, লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। মনোনায়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ২৭ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।

আরও পড়ুন- পৌরসভায় বেতন দিতে না পারলে বাতিল

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত