ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

জাতীয় ঐক্যের সমাবেশে খালেদার মুক্তি চাইলেন মান্না

জাতীয় ঐক্যের সমাবেশে খালেদার মুক্তি চাইলেন মান্না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। ঢাকা মহানগর নাট্য মঞ্চের মিলনায়তনে জাতীয় ঐক্যের সমাবেশে তিনি এ দাবি জানান।

সমাবেশে মান্না বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হলে আমরা ভোট দিতে পারব না। ভোট দিতে পারলেও সঠিকভাবে ভোট গণনা হবে না।

মান্না বলেন, দেশ আজ গভীর সংকটে। নির্বাচনের বাকি মাত্র তিন মাস। এসময়ও সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। গতকালও (শুক্রবার) ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাম দলের নেতাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। আমি বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক দলের আটক নেতাদের মুক্তি চাই।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, এই সং মার্কা সংসদ দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করলে চলবে না। এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন পরিচালনা করা চলবে না। নির্বাচনের আগে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। সারাদেশে আমরা যাব ভোটের অধিকার নিশ্চিত করতে। লাখো-কোটি মানুষকে নিয়ে এক দফার দাবি নিয়ে মাঠে নামা হবে।

এর আগে, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে মহানগর নাট্যমঞ্চে দুপুর ৩টার দিকে শুরু হয় নাগরিক সমাবেশ। এরই মধ্যে এ সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ চার নেতা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপস্থিত হন সমাবেশের প্রধান অতিথি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের প্রধান ডা. বদরুদ্দোজা চৌধুরী।

সভায় থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন বিএনপি সমর্থকরা। সভাস্থলে বিএনপি সমর্থকরা এমন স্লোগান দিতে থাকেন। এ সময় মঞ্চের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়।

বিএনপি সমর্থকরা যখন ‘জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে আনব ‘ স্লোগান দিচ্ছিলেন, তখন মঞ্চেই বসা ছিলেন ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। মাইকে বারবার স্লোগান বন্ধ করার আহ্বান জানালেও স্লোগান চলতেই থাকে।

দেখা গেছে, বিএনপি, যুবদল, ছাত্রদল, ২০ দলীয় জোটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করছেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে মিলনায়তন প্রাঙ্গণ।

এছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ গণ সংস্কৃতি ও উত্তরাবাসীর ব্যানারে সমাবেশে অংশগ্রহণ করতে দেখা গেছে।

এদিকে দুপুর ২টা ৫০ মিনিটে মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা। তবে এবিষয়ে তাৎক্ষণিকভাবে মিলনায়তন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরে দুপুর ২টা ৫০ মিনিট থেকে সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। এছাড়া মঞ্চে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোরশেদ, সুব্রত চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত