ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নতুন আঙ্গিকে লড়াই শুরু: মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ২০:০২

‌‘নতুন আঙ্গিকে লড়াই শুরু’
ফাইল ছবি

নির্বাচনের লক্ষ্যে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ ঘোষণার মধ্য দিয়ে নতুন আঙ্গিকে লড়াই শুরু হলো মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণা’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে লড়াই শুরু হলো নতুন আঙ্গিকে। আমরা বিশ্বাস করি, এই লড়াইয়ের মধ্যে দিয়ে মুক্তি মিলবে। আর আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং শপথ নিয়েছি, গণতান্ত্রিক অধিকারগুলো আদায় করার পরেই আমরা ঘরে ফিরে যাবো’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জনগণ পরিবর্তন চায়। তাই বর্তমান স্বৈরশাসনের বিরুদ্ধে এই জাতীয় ঐক্যফ্রন্ট’।

স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘মানুষের অধিকার নিশ্চিতের আন্দোলন সফল হবে। আন্দোলনের মাধ্যমে সরকার বাধ্য হবে নির্বাচন দিতে। আর এর একমাত্র পথ হলো জাতীয় ঐক্যফ্রন্ট’।

সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ.ব.ম. মোস্তাফা আমীন, ডাকসুর সাবেক সহ-সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত