ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

এরশাদের তোপে হাওলাদার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৪০

এরশাদের তোপে হাওলাদার

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এইচ এম এরশাদের জাতীয় পার্টি। এরশাদের অনুপস্থিতিতে দলের মহাসচিব থেকে ছিটকে পড়া রুহুল আমিন হাওলাদারই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জি এম কাদের এমনকি দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দেশে রয়েছেন। দলের ইশতেহার ঘোষণার মত গুরুত্বপূর্ণ কর্মসূচি তাদেরই ঘোষণা করার কথা, কিন্তু সে জায়গায় মনোনয়ন বাণিজ্যে লিপ্ত থাকার মত বিতর্কিত ও মহাসচিব থেকে সরিয়ে দেওয়া হাওলাদারকে দিয়ে এরশাদের ইশতেহার ঘোষণায় দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।

এ নিয়ে দলটির সদ্য বিদায়ী মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে শাসিয়েছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অনেকটা অগোছালো অবস্থায় নির্বাচনী ইশতেহার ঘোষণা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এরশাদ। এ নিয়ে তিনি হাওলাদারের ওপর ক্ষোভও প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ইশতেহার ঘোষণাকালে উপস্থিত সাংবাদিকরা অনেক প্রশ্নের উত্তরও দিতে পারেননি বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার। এরশাদ কবে নাগাদ দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নে এবিএম রুহুল আমিন জানান, স্যারের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে কবে ফিরতে পারবেন তা বলা কঠিন।

জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে আবারো বিভক্ত হয়ে পড়েছে এইচ এম এরশাদের জাতীয় পার্টি। রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, সুনীল শুভরায়, মেজর অব. খালেদ আখতার, রেজাউল ইসলাম ভুইয়া, আরিফ খান, মোস্তাকুর রহমান মোস্তাক, সুমন আশরাফ, রাজ্জাক খানসহ উল্লেখযোগ্য নেতাকর্মী এরশাদের পক্ষে।

অন্যদিকে এরশাদের ছোটভাই জিএম কাদের, জ্যেষ্ঠ নেতা কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, লিয়াকত হোসেন খোকা, সেলিম ওসমান, আবুল কাসেম, গোলাম কিবরিয়া টিপু, নুরুল ইসলাম ওমর, শওকত চৌধুরীসহ উল্লেখযোগ অংশটি রওশনের পক্ষে অবস্থান নিয়েছেন।

  • সর্বশেষ
  • পঠিত