ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

কারাগার থেকে হাসপাতালে বাবর

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৯, ১১:৫২  
আপডেট :
 ২০ এপ্রিল ২০১৯, ১৩:৩১

কারাগার থেকে হাসপাতালে বাবর

সিলেট কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে বেলা সাড়ে ১১ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু নইম মোহাম্মদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে একজন কয়েদির নিয়মিত চেকআপের অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে উল্লেখ করে সিলেট কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল বাংলাদেশ জার্নালকে জানান, তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন। বাবরের যে শারীরিক অবস্থা, তাতে মনে হয় না তাকে ঢাকায় নেয়া লাগবে।

কারাগার সুত্রে জানা যায়, সিলেটসহ বিভিন্ন আদালতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/টিপিবি

  • সর্বশেষ
  • পঠিত