ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ছাত্রদলের ২২ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছে যাচাই-বাছাই কমিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ০০:১৬  
আপডেট :
 ২৩ আগস্ট ২০১৯, ০০:১৯

ছাত্রদলের ২২ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেয়া ২২ জন প্রার্থীর বিরুদ্ধে বিয়ে করাসহ নানা অভিযোগ পেয়েছে যাচাই-বাছাই কমিটি। আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলনের নেতৃত্বে গঠিত এ সংক্রান্ত কমিটি নানা মাধ্যমে এসব অভিযোগ পান।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যাচাই-বাছাই কমিটি প্রথম দিনে এসব অভিযোগ বিষয়ে কাজ শুরু করেন। চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। বৈঠক সূত্র এসব তথ্য জানা গেছে।

বিয়ের অভিযোগ উঠা সভাপতি পদে আল মেহেদি তালুকদার, আরাফাত বিল্লাহ খান, আজিম উদ্দিন মেরাজ, এম আর আরজ আলী শান্ত, মাইনুল ইসলাম।

সাধারণ সম্পাদক পদে নাদিয়া পাঠান পাবন, সিরাজুল ইসলাম, মাহমুদুল আলম শাহিন, সাজেদুল ইসলাম, সাজ্জাদ হোসেন রুবেল, বাবুল আক্তার শান্ত, আব্দুল মান্নান, তবিবুর রহমান সাগর, শেখ আবু তাহের, জোবায়ের আলম মাহমুদ রিজভী, কারীমুল হাই নাইম, জুলহাস উদ্দিন।

এর বাইরে এসএসসি-২০০০ ও নিবন্ধন ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ সংক্রান্ত জটিলতায় আরো পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি। এই কার্যক্রম শুরু করার আগে গত বুধবার রাতে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্কাইপে নির্দেশনা নেন দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সেখানে থাকা নেতারা বলেন, মনোনয়নপত্র জমা দেয়াদের মধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্তভাবে গণ্য হবে-যাদের এসএসসি-২০০০ সালের মধ্যে, নিবন্ধন ১৯৯৯-৯৮ শিক্ষাবর্ষ, অবিবাহিত ও দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির প্রমাণপত্র থাকতে হবে। এর ব্যতয় ঘটলে কোনোভাবেই প্রার্থিতা টিকবে না বলে তারেক রহমান তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, আগামী ২৭ আগস্ট ছাত্রদলের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করবে যাচাই-বাছাই কমিটি।

কেএস

  • সর্বশেষ
  • পঠিত