ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ছাত্রদলের কাউন্সিল: প্রার্থিতা ফিরে পেলেন জুয়েল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

ছাত্রদলের কাউন্সিল: প্রার্থিতা ফিরে পেলেন জুয়েল

ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল হাওলাদার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার রাতে শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে সংগঠনের শর্তাবলী পূরণে ব্যর্থ হয়েছে, যাচাই-বাছাই কমিটি তাদের বাদ দিয়েছেন। পরবর্তীতে আপিল কমিটির কাছে যারা আবেদন করেছিলেন, সেখানেও তাদের আপিল মঞ্জুর না হওয়ায় এবং আপিল কমিটির কাছে পরবর্তিতে রিভিউ আবেদন করেছিলেন। আপিল কমিটির কাছে একজন প্রার্থী ব্যতিরেকে সবার রিভিউ আবেদন পর্যালোচনায় তা গ্রহণযোগ্য হয়নি।

তবে সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল হাওলাদারের রিভিউ আবেদন মঞ্জুর হওয়ায় তার প্রার্থী হতে কোনো বাধা নেই।

গত মঙ্গলবার কাউন্সিলের জন্য গঠিত যাচাই বাছাই কমিটি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করেন। এদের মধ্যে গত বুধবার ১৫ জন আপিল করেন। যার প্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পাবার জন্য আপিল কমিটির কাছে যারা আবেদন করেছিলেন, আপিল কমিটি শুক্রবার বাতিল হওয়া প্রার্থীদের আবেদনগুলো নিষ্পত্তি করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে সভাপতি পদে কোন প্রার্থী প্রার্থিতা ফিরে পাননি।

গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতি এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের আপিল কমিটির শুনানিতে অংশগ্রহণ করেছেন মনোনয়ন বাতিল হওয়া ছাত্রনেতারা। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্রদল ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে প্রার্থিতার শর্ত পূরণে যাচাই-বাছাই কমিটি যাদের প্রার্থিতা বাতিল করেছিল, যার প্রেক্ষিতে প্রার্থিতা ফিরে পাবার জন্য আপিল কমিটির কাছে যারা আবেদন করেছিলেন, আপিল কমিটি আজ বাতিল হওয়া প্রার্থীদের আবেদনগুলো নিষ্পত্তি করেন।

সভাপতি পদে প্রার্থিতা বাতিল হয়েছিল, আল মেহেদী তালুকদার, আরাফাত বিল্লাহ খান, মো. আসাদুল আলম, মো. আজিম উদ্দিন মেরাজ, এস এ এম আমিরুল ইসলাম, জুয়েল মৃধা এবং ফজলুল হক নীরবের।

যাচাই বাছাই কমিটি কর্তৃক বাতিল ঘোষিত সাত জন সভাপতি প্রার্থীতা আপিল আবেদন চূড়ান্ত বিশ্লেষণে গ্রহণযোগ্য মনে হয়নি, তাই তাদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

অপরদিকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে যারা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তে বিবেচিত হয়নি, তারা হলেন-সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. ইমদাদুল হক মজুমদার, মোহাম্মদ জামিল হোসেন। তবে আপিল কমিটির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে এই ৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর বাইরে সভাপতি পদে মো. মামুন খান, সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল হাওলাদারের প্রার্থীতা আপিল কমিটি অনুমোদন করেনি বিধায় তাদের প্রার্থিতা আর বহাল নেই।

এছাড়াও মোহাম্মদ ওমর ফারুকের সাধারণ সম্পাদকের পদে প্রার্থীতা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত বহাল রেখে অনুমোদিত হয়নি।

এতে আরো বলা হয়, আপিল কমিটি প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের আবেদন বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে উল্লেখ করতে হয় প্রার্থীদের যোগ্যতার বিচারে নীতিমালার ভিত্তিতে ছাত্রত্ব বিবাহ সংক্রান্ত বিষয়ে অন্যান্য প্রসঙ্গে চুলচেরা বিশ্লেষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় একদিন বাড়িয়ে ১ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত করা হয়েছে।

গত মঙ্গলবার কাউন্সিলের জন্য গঠিত যাচাই বাছাই কমিটি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করেন। এদের মধ্যে গত বুধবার ১৫ জন আপিল করেন। আগামীকালও আপিল শুনানি আছে।

প্রসঙ্গত, ২৭ বছর পর আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/কেএস/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত