ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আবরার হত্যা: ঐক্যফ্রন্টের শোক র‌্যালি পুলিশি বাধায় পণ্ড

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৮

ঐক্যফ্রন্টের শোক র‌্যালি পুলিশি বাধায় পণ্ড

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত নাগরিক শোক র্যারী পণ্ড করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেল সোয়া ৫ টায় প্রেসক্লাব থেকে শোক র‌্যালিটি বের হয়ে কদম ফোয়ারার সামনে আসলে পুলিশের সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

এসময় ঐক্যফ্রন্টের নেতারা বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আবরারের রক্ত বৃথা যেতে পারে না সহ বিভিন্ন স্লোগানে দিতে থাকেন।

এর আগে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের উদ্যোগে জমায়েত ও নাগরিক শোক র‌্যালির পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে বাধা দেওয়ার পর জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, আবরারের মৃত্যুর প্রতিবাদে আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক শোক সভা হবে। সমাবেশে কোন বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

  • সর্বশেষ
  • পঠিত