ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১১:০১

সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র

উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বর্ণিল সাজে, ঢাক-ঢোক পিটিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে আসছেন তারা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনে যোগ দিতে আসা নেতাকর্মীদের জনস্রোত ছাড়িয়ে গেছে সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী তিনটি সংগঠনের সম্মেলনকে। সম্মেলনস্থলসহ আশপাশের পুরো এলাকা নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্যে হয়েছে।

সম্মেলনকে কেন্দ্র করে শনিবার ভোর থেকে নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকতে নেতাকর্মীদের সংখ্যা। নেতাকর্মীদের ভিড়ে সকাল নয়টা নাগাল সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় প্রেসক্লাব থেকে হাইকোর্ট এলাকা, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বর পরিণত হয় জনসমুদ্রে।

দুই মহানগরের সম্মেলনে উপস্থিত নেতাকর্মীর সংখ্যা সম্প্রতি অনুষ্ঠিত কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় সম্মেলনের তুলনায় অনেক বেশি লক্ষ্য করা গেছে।

সম্মেলনে আসা নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসব এবং উন্মাদনা। নিজ নেতার ছবি এবং নাম সম্বলিত টি-শার্ট গায়ে পরিধান করে এবং ব্যানার-ফেস্টুন নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন কর্মীরা। একই সঙ্গে নেতাকর্মীদের বিভিন্ন বাদ্য-বাজনা এবং নানারকম সাজ সম্মেলনে বাড়তি মাত্রা যুক্ত করেছে।

সকাল ১১টায় রাজধানীর সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে (কাউন্সিল অধিবেশন) মহানগরের দুই অংশের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর পর্যায়ে প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ঢাকা মহানগরের দুই অংশের সম্মেলন হচ্ছে সাত বছর পর।

২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও এর তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে ২০১৬ সালের ১০ এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নাম একযোগে ঘোষণা করেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এবার ঢাকা মহানগরের দুই অংশ একসঙ্গে সম্মেলনের আয়োজন করছে। একই মঞ্চে একই সময়ে দুই অংশের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই অংশের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত