ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আগামী বছর: মুক্তিযুদ্ধমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:১২  
আপডেট :
 ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:১৬

শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আগামী বছর: মুক্তিযুদ্ধমন্ত্রী

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আগামী বছর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানান, ‘শহীদ বুদ্ধিজীবীদের তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী বছর তা প্রকাশ করা হবে।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আগামী বছর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে আমাদের হাতে ৩০০ জনের তালিকা রয়েছে। যা যাচাই-বাছাই শেষ করে আগামী বছর প্রকাশ করা হবে।’

দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘দৈনিক সংগ্রাম যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ লেখায় ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মন্ত্রী বলেন, ‘আইনের কারণে একাত্তরে বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে ফেরত নিয়ে আসা যাচ্ছে না। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা চলছে।’

কাদের মোল্লাকে শহীদ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে গতকাল সংগ্রাম কার্যালয়ে ভাঙচুর, তালা দেয়া এবং সম্পাদককে পুলিশের হাতে তুলে দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন।

এদিকে ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় মুক্তিযুদ্ধ মঞ্চের একদল নেতা-কর্মী শুক্রবার সন্ধ্যায় সংগ্রাম কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় একদল যুবক পত্রিকাটির কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন।

  • সর্বশেষ
  • পঠিত